Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএমের ব্যবহার শিখছেন রাজধানীর ভোটাররা


৩০ জানুয়ারি ২০২০ ১২:২৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৩:১৪

ফাইল ছবি

ঢাকা: আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। ভোটাররা যেন সঠিকভাবে ইভিএম ব্যবহার করে ভোট দিতে পারেন সেজন্য বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আয়োজন করা হয়েছে অনুশীলনমূলক ভোট বা মকভোট।

দুপুর ১২টা থেকে দুই সিটির সব ভোট কেন্দ্রে শুরু হয়েছে ভোটের অনুশীলন। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভোটাররা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে মক ভোট দিতে পারছেন।

বিজ্ঞাপন

মক ভোটিং কার্যক্রম দেখতে একটি কেন্দ্র পরিদর্শনে যাবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। কেন্দ্রটি হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। শুরুতে তার দুপুরে পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও সিইসির ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে যাবে। সেকারণে সিইসি বিকেলে মক ভোটিং পরিদর্শনে বের হবেন।

এবার ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০ টি বুথে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইভিএম ঢাকার দুই সিটি নির্বাচন রাজধানীর ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর