Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলছে বিদ্যাদেবীর আরাধনা


৩০ জানুয়ারি ২০২০ ১০:০০ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১২:২৫

ঢাকা: সারাদেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। তিনি সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

নিয়ম অনুযায়ী, পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন তার ভক্তরা।

যেহেতু সরস্বতী বিদ্যার দেবী, তাই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে বাণী অর্চনাসহ নানা অনুষ্ঠান। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজার পাশাপাশি শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সকাল ৮ টায় শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ৯ টা থেকে শুরু হয়েছে অঞ্জলি। সন্ধ্যা ৬টায় হবে আরতি অনুষ্ঠান।

বিদ্যাদেবী সরস্বতী পূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর