ঢাকা মেডিকেলের পাশে একদিনের নবজাতকের মৃতদেহ উদ্ধার
৩০ জানুয়ারি ২০২০ ০২:০৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০৩:৫৯
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিং ক্যান্টিনের পাশ থেকে একদিন বয়সের এক মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে জরুরী বিভাগে নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারি ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে খবর পেয়ে নার্সিং ক্যান্টিনের পাশ থেকে নবজাতক শিশুকে উদ্ধার করা হয়।
এএসআই আব্দুল খান এক ওয়ার্ড বয়ের বরাত দিয়ে বলেন, একটি কুকুর নবজাতক শিশুকে কামড়ে নিয়ে যাচ্ছিলো। আশপাশের লোকজন দেখে কুকুরের মুখ থেকে নবজাতকটি উদ্ধার করে। পরে পুলিশে খবর দেয়। নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে। ধারণা করা হচ্ছে কেউ মৃত অবস্থায় নবজাতকটি ফেলে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নবজাতক ফেলে নবজাতকের মরদেহ