Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি আমাকেও হাতকড়া পরিয়েছিল: বাণিজ্যমন্ত্রী


২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ভোলা: আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আবার সুযোগ পেলে ২০০১ সালের চেয়েও কয়েকগুণ বেশি অত্যাচার করবে। তারা ২০০১ এর নির্বাচনের পর আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করেছে। শুধু তাই নয় আমার হাতেও হাতকড়া পরিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়মী লীগ আয়োজিত নতুন সদস্য সংগ্রহ সমাবেশে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিএনপিও এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। কিন্তু লুটপাট ও মানুষকে অত্যাচার-হত্যা ছাড়া দেশের কোনো উন্নয়ন তারা করেনি। আবার যদি এ দলটি ক্ষমতায় আসতে পারে আগের চেয়েও অনেক বেশি অত্যাচার করবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী। সে নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে। নির্বচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আর সেই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ, জানান তোফায়েল।

পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছগির মাস্টারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজুসহ অনেকেই।

সারাবাংলা/এমএইচ/এম

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর