Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি নির্বাচনকে বিতর্কিত করা বিএনপির মূল উদ্দেশ্য: ১৪ দল


২৯ জানুয়ারি ২০২০ ২০:১৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ২০:৩০

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ করা বিএনপির মূল লক্ষ্য নয়। নির্বাচন কমিশনকে বিতর্কিত করা এবং আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়— এই দুই ইস্যু প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য বলে অভিযোগ করেছে ১৪ দল।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ১৪ দলের পক্ষে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এ কথা বলেন। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন ক্ষমতাসীন ১৪ দলের প্রতিনিধি।

বিজ্ঞাপন

দিলীপ বড়ুয়া বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে তারা (বিএনপি) একটা নিম্নচাপ সৃষ্টি করতে চায়। নিম্নচাপ সৃষ্টির মধ্য দিয়ে তারা রাজনৈতিক অঙ্গনে একটা ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি।’

তিনি বলেন, ‘আগামী পহেলা ফেব্রুয়ারিতে বিশ্ব অবাক হয়ে লক্ষ্য করবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে। কারো পক্ষে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না হয়, সে জন্য প্রাক-ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘১ ফেব্রুয়ারি বিকেল থেকে তারা বিভিন্ন রকম মত প্রচার করতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকম অঘটনও ঘটাতে পারে। এ জন্য তারা ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসেছে। তাদের মূল কাজ হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা।’

প্রতিনিধি দলে আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওসার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, জাতীয় পার্টির (জেপি) সভাপতিমণ্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী এবং জাসদের সদস্য মোহাম্মদ মোহসিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

টপ নিউজ ডিএনসিসি ডিএসসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর