Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার ও কর্মী-সমর্থকরা আমার আত্মার ভাই-বোন: আতিকুল


২৯ জানুয়ারি ২০২০ ১৯:৫২

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রচারণার শেষ দিকে পরিবারের সদস্যদের নিয়ে নির্বাচনি গণসংযোগ চালান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় এক পথসভায় ভোটার ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এসেছি। এরা আমার রক্তের ভাই-বোন, আর আপনারা হচ্ছেন আমার আত্মার ভাই-বোন।’

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ ফজলে রাব্বী পার্কের সামনে গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

এ দিন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কর্মী সমর্থকরা ছাতা মাথায় নিয়ে ফজলে রাব্বী পার্কে অবস্থান নেন। আতিকুল ইসলামের পরিবারের সদস্যরা একে একে সভামঞ্চের দিকে আসেন। তারা কেউ ছাতা কেউ পোস্টার মাথার ওপর দিয়ে দাঁড়িয়ে থাকেন।

ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘আজ এখানে আমার বড় ভাই, বোন, ভাগ্নে, ভাগ্নি, নাতি-নাতনিসহ আমার স্ত্রী-মেয়ে সকলেই এসেছে, আপনাদের কাছে ভোট চাইতে। আমরা ১১ ভাই-বোন। এই ভাই-বোনদের ভালোবাসায় আমি এগিয়ে যাই। এরা আমার রক্তের ভাই-বোন, আর আপনারা হচ্ছেন আমার আত্মার ভাই-বোন। আমাদের পরিবারেই ৩-৪ হাজার ভোট আছে। এই পরিবার আমাকে দিয়েছে গার্মেন্টসের দায়িত্ব। এ রক্তের ভাই-বোন আর আত্মার ভাই-বোন সবাই আজ এক হয়ে এগিয়ে এসেছে।’

তিনি বলেন, ‘আমার রক্তের ভাই-বোন আর আত্মার ভাই-বোন যেভাবে এক হয়ে এগিয়ে এসেছে জয় সুনিশ্চিত। এ পরিবার এখন আমার পাশে আছে। আপনারা আত্মার-ভাই বোনও আছেন। আপনাদের ভালোবাসায় বিজয় সুনিশ্চিত।’

ভোটারদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা দেখে-শুনে ভোট দেবেন। ৯ মাস মেয়রের দায়িত্বে থেকে অনুশীলন করেছি। সেই অনুশীলনকে কাজে লাগিয়ে আগামীতে ইনশাআল্লাহ একটি সুস্থ, সচল, আধুনিক ঢাকা আমরা গড়ব। আর বিজয়ী হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখব। নৌকায় ভোট দিলে আমরা একটি সুন্দর ঢাকা গড়তে পারব। নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দেবে আধুনিক ঢাকা।’

বিজ্ঞাপন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেই চালানো নির্বাচনি প্রচারের এদিনে আতিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন বড় ভাই সাবেক বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সহধর্মিণী ডা. শায়লা সাগুফতা ইসলাম, একমাত্র কন্যা বুশরা আফরিন, বোন ও বোনের ছেলে-মেয়েসহ পুরো পরিবার।

এ সময় তিনি এ ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থির কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চান।

আতিকুল ইসলাম ডিএনসিসি ঢাকা উত্তর সিটি মেয়রপ্রার্থী সিটি করপোরেশন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর