Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূতের শহরে পরিণত হয়েছে চীনের শহরগুলো


২৯ জানুয়ারি ২০২০ ১৯:৫১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১৯:৫৫

চীনের প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হুবেই প্রদেশের রাজধানী উহানসহ বেশ কয়েকটি শহরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সমগ্র চীন থেকে। ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর ছাড়াও এই প্রদেশের একাধিক শহর থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ করে রয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না স্থানীয় কেউ।

ফলে, শহরগুলো পরিণত হয়েছে এক একটি ভূতের শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরের ছবি শেয়ার করে স্থানীয়রা জানাচ্ছেন, শহরের এমন দৃশ্য তারা আর কখনো দেখেন নি।

বিজ্ঞাপন

সম্প্রতি, চীনের ইচাং শহরের কয়েকটি ছবি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেসব ছবিতে দেখা যায়, শহরটি একেবারেই জনমানবহীন হয়ে গেছে । যে দুই একজন বাইরে বের হয়েছে তারাও খাবার কিনতেই বাইরে বের হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে অনলাইনে কথা হলে তারা জানান, ‘ভাইরাসটি ছোঁয়াছে হওয়ায় তারা বাইরে বের হচ্ছেন না আতঙ্কে’।

উল্লেখ্য,ভয়াবহ করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২তে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া, করোনাভাইরাসে আরও ৩০০০ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইচাং উহান করোনাভাইরাস চীন টপ নিউজ হুবেই

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর