Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একনজরে আ.লীগ-বিএনপির ৪ মেয়র প্রার্থীর ইশতেহার


২৯ জানুয়ারি ২০২০ ১৯:৪০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ২১:৪৩

ঢাকা: সুস্থ, সচল ও আধুনিক ঢাকা; বিশ্বমানের অত্যাধুনিক বাসযোগ্য ঢাকা; দুর্নীতিমুক্ত ও বিশ্বমানের মহানগর ঢাকা; এবং ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা— রাজধানী ঢাকাকে ঘিরে এমন সব রূপকল্প নিয়ে সিটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপির প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। একজন মেয়রের পক্ষে কতটা বাস্তবায়নযোগ্য— সে বিবেচনা সরিয়ে নিলে এসব ইশতেহার যেন ঢাকাকে তিলোত্তমা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই প্রণীত।

বিজ্ঞাপন

ঢাকার দুই সিটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে সবার আগে ইশতেহার ঘোষণা করেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। গত রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তুলে ধরেন ঢাকাকে নিয়ে তার আগামী দিনের পরিকল্পনা। জানান— সুস্থ ঢাকা ও সচল ঢাকার পাশাপাশি আধুনিক ঢাকা গড়ে তুলতে চান তিনি। আতিকুল ইসলামের পূর্ণাঙ্গ ইশতেহার পড়ুন এখানে—

বিজ্ঞাপন

পরদিন সোমবার (২৭ জানুয়ারি) ইশতেহার ঘোষণা করেন একই সিটিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। রাজধানীর গুলশানে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে তাবিথ তার ১৯ দফার ইশতেহার তুলে ধরেন সবার সামনে। পরিবেশ দূষণ, মশা নিয়ন্ত্রণ, যানজট ও গণপরিবহন ব্যবস্থাপনা, জননিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারী ও শিশুবান্ধব নগরী গড়ে তোলাসহ তথ্যপ্রযুক্তিনির্ভর একটি ঢাকা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। তাবিথ আউয়ালের পূর্ণাঙ্গ ইশতেহার পড়ুন এখানে—

ঢাকা দক্ষিণ সিটিতে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ইশতেহার ঘোষণা করেন মঙ্গলবার (২৮ জানুয়ারি)। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ঘোষিত ইশতেহারে ঢাকাকে দুর্নীতিমুক্ত ও বিশ্বমানের মহানগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। ইশরাক হোসেনের পূর্ণাঙ্গ ইশতেহার পড়ুন এখানে—

প্রধান প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে সবার শেষে ইশতেহার ঘোষণা করেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (২৯ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি। ঢাকাকে ঘিরে তিনি তুলে ধরেন পাঁচ রূপরেখা— ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা। শেখ ফজলে নূর তাপসের পূর্ণাঙ্গ ইশতেহার পড়ুন এখানে—

আতিকুল ইসলাম ইশরাক হোসেন টপ নিউজ ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাবিথ আউয়াল নির্বাচনি ইশতেহার শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর