যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ৪ শিশু আহত
২৯ জানুয়ারি ২০২০ ১৯:১০
যশোর: যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি স্কুলভ্যান উল্টে আহত হয়েছে চার শিশু।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত থেকে বুধবার (২৯ জানুয়ারি) সকালের মধ্যে এসব ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, বুধবার সকালে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মহিউদ্দিন হোসেন নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে যশোরের রাজারহাটে সবজিবাহী একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে পিকআপে থাকা শাহাবুল আলম নিহত হন। তিনি সবজি নিয়ে খুলনায় যাচ্ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গায় বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া বুধবার সকালে সদর উপজেলার নাটুয়াপাড়ায় স্কুলভ্যান উল্টে চার শিশু আহত হয়। এরা হলো, মিম, মাহফুজা, নিলুফা ও অঞ্জনা। আহত চার শিশুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।