করোনাভাইরাসে পদ্মা সেতুর কাজ বাধাগ্রস্ত হবে না: ওবায়দুল কাদের
২৯ জানুয়ারি ২০২০ ১৪:০৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১৯:৪২
ঢাকা: চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পদ্মা সেতু নির্মাণ কাজে কোনো অসুবিধার সৃষ্টি হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চীন থেকে যারা আসছেন তারা সরকারের স্বাস্থ্য টিমের নজরদারিতে রয়েছেন। সরকার এ বিষয়ে সর্বোচ্চ শতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে।
বুধবার ( ২৯ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, এরমধ্যে যারা চীন থেকে এসেছেন, নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিন কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে এক হাজারের মতো চীনা শ্রমিক কাজ করেন। এদের মধ্যে ১৫০ জন শীফটিং ছুটিতে থাকেন। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মা সেতু নির্মাণ কাজে কোনো অসুবিধার সৃষ্টি হবে না।
বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অনেক অভিজ্ঞরা কাজ করছেন কিন্তু সেদেশে করোনাভাইরাসের কারণে অনেকই আবার আসছেন না। ফলে এই উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে কিনা? এমন প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেন, গত ১৮ জানুয়ারি থেকে চীন থেকে ৩৫ জন এসেছেন। নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিন কর্মকাণ্ড থেকে বাইরে রাখা হচ্ছে। সব মিলিয়ে এতে উন্নয়ন কাজ কোনভাবেই বিঘ্নিত হচ্ছে না।
পদ্মাসেতুর চীনা কর্মীদের দেশে যাতায়াতে নিষেধাজ্ঞা
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে করোনাভাইরাসের কারণে পদ্মাসেতু প্রকল্পে কর্মরত চীনা কর্মীদের মধ্যে যারা ছুটি কাটাতে দেশে গেছেন, আপাতত তাদের বাংলাদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া যারা প্রকল্প এলাকায় রয়েছেন তাদের কেউ যেন চীনে যেতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে।