Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু, চাচাত ভাই আটক


২৯ জানুয়ারি ২০২০ ১৪:০৮

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাচাত ভাইকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে শাহিন মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) চাচাতো ভাই আলাল মন্ডলকে (৩৫) হত্যার অভিযোগ ওঠার পর বুধবার (২৯ জানুয়ারি) সকালে শাহিন মন্ডলকে গোবিন্দগঞ্জ শহর থেকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

নিহত আলাল উপজেলার বাখাল বুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মৃত মৌলদ হোসেন নাদু মন্ডলের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, পারিবারির বিবাদের জের ধরে মঙ্গলবার দুপুরে আলালের সঙ্গে চাচাত ভাই একই গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে শাহিন মন্ডলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আলালকে আঘাত করেন। এ সময় আলালকে রক্ষা করতে গেলে তার স্ত্রী শিল্পী বেগম (২৮) ও ভাই আনারুলও (৫৫) আহত হন। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে আলালের মৃত্যু হয়।

পরে বুধবার সকালে শাহিন মন্ডলকে গোবিন্দগঞ্জ শহর এলাকা থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

ওসি জানান, শাহিন মন্ডলকে তারা হেফাজতে নিয়েছেন। আলালের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় শাহিনকে গ্রেফতার দেখানো হবে।

 

 

কথা কাটাকাটির জের চাচাত ভাই আটক চাচাত ভাইকে হত্যা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর