Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না: তাবিথ


২৯ জানুয়ারি ২০২০ ১৩:০৩ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১৪:৩৬

ফাইল ছবি

ঢাকা: গণসংযোগে ভোটারদের উপস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ভোটারদেরর গণজোয়ার বলছে, ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না কেউ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহাজাদপুর বাস স্ট্যান্ডে এ কথা বলেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘যেভাবে ভোটারদের সাড়া পাচ্ছি তাতে করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। বিজয়ী হওয়ার জন্য সবধরণের প্রস্তুতি, প্লানিং, স্ট্র্যাটেজি আমরা নিয়েছি। আমরা ভোটকেন্দ্রে যাব, আমাদের পোলিং এজেন্ট যাবে, প্রার্থীরা যাবে। তবে ভোটের পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘ভোটারদের আমি আহ্বান জানাচ্ছি, আমরা যেকোনো পরিবেশে আমাদের গণসংযোগ যেমন অব্যাহত রেখেছি সেভাবে আপনারাও ১ ফেব্রুয়ারি কেন্দ্র গিয়ে ভোট দিন। এটা আপনারা দায়িত্ব হিসেবে নেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হামলা-মামলার পরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে আছি। আপনারা সরকারকে প্রশ্ন করুন, হামলা মামলা করে সরকার আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে কিনা?’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবীবুর রহমান হাবীব, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দীন এ্যানী, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, সুলতান সালাহ উদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ডিএনসিসি তাবিথ আউয়াল ধানের শীষ বিএনপি বিজয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর