Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত


২৯ জানুয়ারি ২০২০ ১১:৪৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১২:৪৬

রাজশাহী: ভোরে সূর্যের দেখা মেলেনি। বেলা ১১টা অবধি কুয়াশায় ঢাকা সারা আকাশ। তাপামাত্রা মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে বাড়লেও শীতের তীব্রতা কমেনি। বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

বুধবার (২৯ জানুয়ারি) প্রায় ঘণ্টা দুয়েকের বৃষ্টি ঠাণ্ডা বাড়িয়ে দিয়েছে। সকাল ৭ টা ৫৫ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩ মিলিমিটার।

আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শেষ হলে শীতের তীব্রতা কিছুটা বাড়বে।

তাপামাত্রা ওঠানামার মাঝেই রাজশাহীর মানুষেরা শীতের কামড়ে অনেকটাই জড়োসড়ো অবস্থায় থাকে। বিশেষ করে বিকেল তিনটার পর থেকেই কনকনে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। এর ওপর আবার আজ সকালের বৃষ্টি। এতে সাধারণ মানুষেরা ভোগান্তির মধ্যে পড়েন। বিশেষ করে ছিন্নমূল মানুষদের বৃষ্টির কারণে কাজের সন্ধানে বের হওয়া কঠিন হয়ে পড়ে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস। তবে সকালের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার পর্যন্ত এমন বৃষ্টি হতে পারে। বষ্টির পরপরই ফের শীতের তীব্রতা বাড়তে পারে।

এদিকে কৃষকরা বলছেন, মাঘ মাসের এই বৃষ্টি শীতকালীন ফসলের জন্য আশির্বাদ হলেও সরিষা ও সবজির জন্য কিছুটা সমস্যা করবে। কারণ এখন আগাম জাতের সরিষা উঠতে শুরু করেছে। সেইসঙ্গে পাতা কপি ও ফুল কপি নষ্ট হয়ে যাবে।

গুড়ি গুড়ি বৃষ্টি রাজশাহী শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর