Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার এখন ‘ব্যয়বহুল’, সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ভাতা


২৮ জানুয়ারি ২০২০ ২২:২২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ২২:২৬

ঢাকা: পর্যটনের শহরখ্যাত কক্সবাজারকে সরকারিভাবে ‘ব্যয়বহুল’ ঘোষণা করা হয়েছে। শহরটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ও বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে শহরটিতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহানগরে কর্মরত সহকর্মীদের সমান ভাতা পাবেন।

সোমবার (২৭ জানুয়ারি) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারের শহর ও পৌর এলাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বাড়ি ভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভোগ্যপণ্যের মূল্য বিবেচনায় কক্সবাজার শহর ও পৌর এলাকাকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে সরকার। এ ঘোষণা অবিলম্বে কার্যকর হবে।

প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরগুলোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে পরিমাণ বাড়ি ভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাকসহ অন্যান্য ভাতা পান, তা জেলা বা উপজেলা শহরে কর্মরতদের তুলনায় বেশি। কর্মস্থলের অবস্থানের ভিন্নতার কারণে এসব ভাতার পরিমাণ কমবেশি হয়ে থাকে।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এ কারণে সরকার কক্সবাজারকে ব্যয়বহুল ঘোষণা করায় সেখানে কর্মরত সরকারি চাকরিজীবীরা এখন থেকে মহানগরের সমান হারে ভাতা পাবেন।

এর আগে, দেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে ময়মনসিংহ ছাড়া বাকি সাতটি শহরকেই সরকারের পক্ষ থেকে ব্যয়বহুল ঘোষণা করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর সিটি করপোরেশন এবং সাভার পৌরসভাও সরকারিভাবে ‘ব্যয়বহুল’ ঘোষিত এলাকা।

বিজ্ঞাপন

কক্সবাজার পর্যটন নগরী ব্যয়বহুল ব্যয়বহুল শহর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর