Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভক্তের ফোন কেড়ে নিয়ে ‘সমালোচনায়’ সালমান! (ভিডিও)


২৮ জানুয়ারি ২০২০ ২০:৪৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ২০:৫৪

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর শেষ নেই! তবে মেজাজ হারিয়ে এই  ‘দাবাং’ অভিনেতা এমন এক কাণ্ড করে বসলেন, যা তার ভক্তরা মেনে নিতে পারছে না। সেলফি তুলছে চাওয়ায় সালমান তার এক ভক্তের ফোন ই ছিনিয়ে নিয়েছেন। সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর হিন্দুস্থান টাইমসের।

https://twitter.com/itsFilmyKida/status/1222087800939433984

‘রাধে’ ছবির শ্যুটিং এর জন্য এখন গোয়ায় রয়েছেন সালমান। বিমানবন্দরে সালমানকে দেখে ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে। এক গ্রাউন্ড স্টাফও তার প্রিয় অভিনেতাকে দেখে লোভ সংবরণ করতে পারেননি। অনুমতি না নিয়েই পাশ থেকে সেলফি তুলতে চেয়েছিলেন। কোনো কারণে হয়ত ভাইজানের মন-মেজাজ ভালো ছিল না। সালমান মোবাইলটি ছোঁ মেরে নিয়ে নেন। সে ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে।

এয়ারপোর্ট পুলিশ ইন্সপেক্টর সাগর ইকোস্কার বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ দায়ের হয়নি। ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা এ ব্যাপারে তথ্য সংগ্রহ করি ও নিশ্চিত হই।

অ্যাকশনধর্মী ‘রাধে’ ছবিতে সালমান খানের সঙ্গে আরও রয়েছেন রণদীপ হুদা ও দিশা পাটানিসহ অন্যান্যরা। এর আগে ছবির শ্যুটিং হয়েছে মুম্বাইয়ে।

‘রাধে’ ছবির শ্যুটিং বলিউড সালমান খান সালমান ভক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর