Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর চীনা কর্মীদের দেশে যাতায়াতে নিষেধাজ্ঞা


২৮ জানুয়ারি ২০২০ ২০:১৫

মুন্সিগঞ্জ: করোনা ভাইরাসের কারণে পদ্মাসেতু প্রকল্পে কর্মরত চীনা কর্মীদের মধ্যে যারা ছুটি কাটাতে দেশে গেছেন, আপাতত তাদের বাংলাদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া যারা প্রকল্প এলাকায় রয়েছেন তাদের কেউ যেন চীনে যেতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আবদুল কাদের এ খবর নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দেওয়ান আবদুল কাদের বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত নই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীনা কর্মীদের দেশে যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা খুব সতর্ক অবস্থায় আছি, যেন কোনো ঝামেলা না হয়।’

পদ্মাসেতু প্রকল্পে অনেক চীনা প্রকৌশলী ও কর্মী রয়েছেন। তবে দেশি-বিদেশি কোনো কর্মী এখনও করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন প্রকল্পের সিনিয়র অক্যুপেশনাল অ্যান্ড হেলথ স্পেশালিস্ট মাহমুদ হোসেন ফারুক।

তিনি বলেন, ‘করোনাভাইরাসে পদ্মাসেতু প্রকল্পের কোনো কর্মী এখনও আক্রান্ত হননি। তবে এই ভাইরাসের যেহেতু কোনো ভ্যাকসিন নেই, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা যেগুলো নিতে হয় সেগুলো নেওয়া হচ্ছে। যেমন−স্টাফদের নিয়ে পর্যায়ক্রমে সচেতনতামূলক প্রোগ্রাম করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাইজিন ব্যবস্থা ও মাস্ক পরিধান করা, সময়ে সময়ে আইইডিসিআর (ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ) এর সঙ্গে যোগাযোগ রাখা। তারাও (আইইডিসিআর) বিষয়গুলো মনিটর করছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘চীনা কর্মকর্তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা আলাদা। যারা তাদের সার্ভ করেন তারা যেন সব সময় সেফটি ড্রেস (মাস্ক ও গ্লাভস) পরে থাকেন, সেগুলোতে জোর দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

চীনা কর্মীদের জন্য আলাদা ক্যাম্প রয়েছে। তারা যেন অন্যদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা না করেন, সে বিষয়গুলো দেখা হচ্ছে বলে জানান মাহমুদ হোসেন ফারুক।

কর্মী চীন নিষেধাজ্ঞা পদ্মাসেতু যাতায়াত