বাণিজ্যমেলা বন্ধ থাকবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি, ইসির চিঠি
২৮ জানুয়ারি ২০২০ ১৮:১৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ২১:০৩
ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসির উপসচিব আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। ইসি সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসির পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন, অর্থাৎ আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে।
এর আগে, গত ১৬ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দফতরে ডিএমপি কমিশনারের পক্ষে একটি চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠিঠি ৩০ জানুয়ারি দুই সিটি নির্বাচন উপলক্ষে ২৯ ও ৩০ জানুয়ারি বাণিজ্যমেলা বন্ধ রাখার সুপারিশ করা হয়েছিল। পরে সিটি নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। নতুন তারিখ অনুযায়ী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ রাখতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইসি।
সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যমেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২০৫ জন সদস্য ২৪ ঘণ্টা মোতায়েন রাখতে হয়। এদিকে, সিটি নির্বাচন আয়োজনেও ঢাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করতে হচ্ছে। ফলে বিদ্যমান জনবল নিয়ে পুলিশের পক্ষে বাণিজ্যমেলা ও নির্বাচনে একইসঙ্গে প্রয়োজনীয়সংখ্যক সদস্য মোতায়েন কঠিন হয়ে পড়েছে।
এদিকে, নির্বাচনের ৩৬ ঘণ্টা আগে থেকে রাজধানীতে যানবাহন চলাচলেও বিধিনিষেধ রয়েছে। ফলে এই সময়ের মধ্যে বাণিজ্যমেলা খোলা রাখাটাও বাস্তবসম্মত নয়। এসব কারণেই আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বাণিজ্যমেলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
টপ নিউজ দুই দিন বন্ধ নির্বাচন কমিশন বাণিজ্যমেলা বাণিজ্যমেলা বন্ধ