Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ শিক্ষার্থীর


২৮ জানুয়ারি ২০২০ ১৮:২৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ২২:৩০

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিশ্বানাথপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা গেছে— উপজেলার নাওরা দোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), হিরোন্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান (১৫) এবং একই গ্রামের মো. লাবু খন্দাকারের ছেলে আল আমিন খন্দকার (১৫)।

আহত হয়েছে— হিরোন্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহান (১৫)। সোহান বর্তমানে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, তারা সবাই উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শরীফের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বাকিরা ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

তারা জানান, এদিন জয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিশ্বনাথপুর রেল ক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী একটি লোকাল ট্রেন তাদের ধাক্কা দেয়। আহত অবস্থায় তাদের কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) রতন বরৈাগী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্রেনের ধাক্কার মৃত্যু রেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর