Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিয়ান ও তুরাগ বাসের রেষারেষিতে প্রাণ গেল তরুণের


২৮ জানুয়ারি ২০২০ ১৭:২৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৯:১২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে আসিয়ান ও তুরাগ পরিবহনের দুই বাসের রেষারেষিতে ওমর ফারুক ফয়সাল (২৮) নামে এক তরুণ মারা গেছেন। দুই বাস গতি প্রতিযোগিতায় নামলে একপর্যায়ে আসিয়ান বাসটি ফয়সালের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে ফয়সাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তুরাগ বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ১১টার দিকে যাত্রাবাড়ী-সায়দাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ফয়সাল একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ নওয়াজিশ জানান, যাত্রাবাড়ী-সায়দাবাদ সড়কে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন ফয়সাল। ওই সময় একই সড়কে আসিয়ান ও তুরাগ পরিবহনের দুইটি বাস গতি প্রতিযোগিতায় নামে। ফয়সাল মোটরসাইকেল নিয়ে সড়কে কামাল টিম্বার্স নামের একটি করাত কলের সামনে পৌঁছালে আসিয়ান বাসটি সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে পড়ে যান ফয়সাল। এসময় তুরাগ পরিবহনের বাসটি তাকে চাপা দেয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম কাজল জানান, দুর্ঘটনার পরপরই আসিয়ান ও তুরাগ পরিবহনের বাস দুইটি জব্দ করা হয়েছে। বাস দু’টির চালকদেরও আটক করা হয়েছে।

ফয়সালের মামা আবু নোমান চৌধুরী জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে। পরিবার নিয়ে উত্তর কুতুবখালী মসজিদ রোড এলাকায় থাকতেন ফয়সাল। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

নোমান চৌধুরী বলেন, ফয়সালের অফিস পান্থপথে। মোটরসাইকেল নিয়ে বাসা থেকে অফিসের পথে রওনা দিয়েছিল। কিন্তু না ফেরার দেশে চলে গেল ফয়সাল।

বিজ্ঞাপন

ফয়সালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।

দুই বাসের রেষারেষি মোটরসাইকেল চালক সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর