Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি নূরুল, সম্পাদক তাজ


২৮ জানুয়ারি ২০২০ ১৬:২৬

ময়মনসিংহ: জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে মো. নূরুল হক সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে আব্দুর রহমান আল হোসাইন তাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইনজীবীরা গোপন ব্যালটে তাদের ভোট দেন। সন্ধ্যা সাত টা থেকে পরদিন মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে বিকাশ চন্দ্র রায় ৩৮০ ভোট ও বিএনপি সমর্থিত প্যানেলে মো. নূরুল হক ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বিএনপি’র এস আই এম মঞ্জুরুল হক বাচ্চু ৩৯৯ ভোট ও আওয়ামী লীগের আব্দুর রহমান আল হোসাইন তাজ ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিএনপি সমর্থিত প্যানেলে নির্বাচিতরা হলেন- সভাপতি মো. নূরুল হক, সহ-সম্পাদক শামসুন্নাহার, অডিটর মো. মোস্তাফিজুর রহমান সাদেক, শাহানারা আক্তার মালা ও মো. মাজিদুল হক আকন্দ শিবলু।

অপরদিকে, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল হোসাইন তাজ, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও তোফায়েল ফারুক আকন্দ, সহ-সম্পাদক মুহাম্মদ জিয়াউল হক সবুজ ও মো. সাজ্জাদুল হক সাজ্জাদ, সদস্য পদে শাহনাজ বেগম শাহীন, ইসতিয়াক আহমেদ ইমন, মো. আব্দুর রাজ্জাক, শিবানী মজুমদার ও মো. শহীদুল্লাহ ইসলাম নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

জেলা আইনজীবী সভাপতি-সম্পাদক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর