Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুলের কাছে ভোট চাইলেন আতিকুল


২৮ জানুয়ারি ২০২০ ১৫:৩৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৫:৫৮

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম নৌকা মার্কায় ভোট চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দেখা হলে কুশলাদি বিনিময় করেন আতিকুল ইসলাম। এ সময় ফখরুল ইসলামকে আতিকুল বলেন, ‘আপনি তো উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’

বিজ্ঞাপন

উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমি ঢাকা সিটির ভোটার নই। ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে সব প্রার্থীর জন্যই দোয়া থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়।’

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে থাকা বিএনপির অন্যান্য নেতাদের কাছে নৌকা মার্কায় ভোট চান আতিকুল ইসলাম। বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আর আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্তসহ অন্যরা।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আতিকুল ইসলাম টপ নিউজ ডিএনসিসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর