Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুষ্ঠু পরিবেশ নষ্টের পাঁয়তারা করছেন’


২৮ জানুয়ারি ২০২০ ১৪:৩১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৬:১৩

ঢাকা: প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার জন্য নানা পাঁয়তারা করে চলেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগে নির্বাচনি গণসংযোগ শুরু করার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তাপস বলেন, ‘আমরা ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা চাই, যেভাবে নির্বাচনি গণসংযোগ চলছে সেই সুষ্ঠু পরিবেশ যেন বিনষ্ট না হয়; কোনো সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যেন এই পরিবেশ কেউ বিনষ্ট করতে না পারে। সেজন্য নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান থাকবে, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আপনারা কঠোর ব্যবস্থা নেবেন। কারণ, আমরা লক্ষ্য করছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার পায়তারা করে চলেছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। আমি বিশ্বাস করি, ঢাকাবাসী আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। একটি উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনি কার্যক্রম চলছে। আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সব জায়গায় ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি। সেইসঙ্গে আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা- সেই রূপরেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। আমরা আশাবাদী পহেলা ফেব্রুয়ারি ঢাকাবাসী এর বহিঃপ্রকাশ হিসেবে নৌকা মার্কায় ভোট দেবে। আমাকে মেয়র পদে নির্বাচিত করে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেবে।’

ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তাপস আরও বলেন, ‘সবাইকে সচেতন থাকতে হবে। পহেলা ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের ভোট প্রদানের মাধ্যমে তার জবাব দেবেন।‘ এ সময় তিনি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরদের ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

গণসংযোগকালে আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি তাপস পায়তারা সুষ্ঠু নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর