মৌলভীবাজারে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
২৮ জানুয়ারি ২০২০ ১৩:৪৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৩:৪৭
মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল নয়টার দিকে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজন হলেন- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯); সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দীপ্তি রায় (৪৮), শ্যালকের বউ দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
ওসি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর দুপুর ১২টার দিকে তারা উদ্ধার অভিযান শুরু করে দোকানের উপরের বাসা থেকে বাবা-মেয়েসহ একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে।