Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ইতালি সফরে সই হতে পারে ২ চুক্তি


২৮ জানুয়ারি ২০২০ ১২:৪২

ঢাকা: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত দুইটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

এছাড়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দ্বিপক্ষীয় সফরে সামরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং অভিবাসন ইস্যু গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের আমন্ত্রণে আগামী ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। সফর শেষে আগামী ৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, এর আগে প্রধানমন্ত্রী ইতালি সফর করলেও এবারই প্রথমবারের মত দেশটিতে দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন শেখ হাসিনা। তাই এই সফরের গুরুত্ব অনেক বেশি এবং ইতালির সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করতে এই সফরকে কাজে লাগাতে চায় ঢাকা। যে কারণে এই সফরে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের চেষ্টা চালানো হচ্ছে।

‘ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়া’র নীতি-কৌশল থেকে প্রধানমন্ত্রীর আসন্ন ইতালি সফরটি অনুষ্ঠিত হবে। সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর বাইরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতালির নীতি-নির্ধারনি পর্যায়ের একাধিক নেতা এবং পোপের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

সফরে ইতালিতে বাংলাদেশ চ্যান্সার ’র নব নির্মিত ভবন উদ্বোধন এবং প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী। এর আগে, আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) আমন্ত্রণে গত ফেব্রুয়ারিতে ইতালি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

ইতালি দ্বিপক্ষীয় প্রধানমন্ত্রী সফর

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর