Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বাবাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক


২৮ জানুয়ারি ২০২০ ১২:২৮

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪২)। ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাসেল রানার (২২) বিরুদ্ধে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, রাসেল নিহত সাইফুল ইসলামের একমাত্র ছেলে। সাইফুলের স্ত্রী জানিয়েছেন, রাসেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সামান্য কারণে রেগে গিয়ে যে কাউকে মারধর করত। ভোররাতের কোনো একসময় সে তার বাবাকে কুপিয়ে হত্যা করে।

ওসি বলেন, রাসেল মাদকাসক্ত বলেও তাদের কাছে অভিযোগ এসেছে। ঘটনার পর থেকে সে পলাতক।

পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে জানিয়ে ওসি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কুপিয়ে হত্যা ছেলে পলাতক বাবাকে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর