হবিগঞ্জে ট্রাকচাপায় ২ অটোরিকশা চালকের মৃত্যু
২৮ জানুয়ারি ২০২০ ১১:৫৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১২:১৪
হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে মৃতদেহ দুটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানায় নেয় পুলিশ।
নিহতরা হলেন, জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের আতিক উল্লার ছেলে আব্দুর রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া (৪৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, বাহুবলের পুটিজুরী থেকে ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে যাচ্ছিলেন দুই অটোরিকশা চালক। পথিমধ্যে বাগানবাড়ী এলাকায় পৌঁছলে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, মৃতদেহ দুইটির পাশাপাশি দুর্ঘটনা কবলিত সিএনজিটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।