Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহের ৭ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা


২৮ জানুয়ারি ২০২০ ১০:৫০

ময়মনসিংহ: অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ময়মনসিংহের সাতটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত এই শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ভ্রাম্যমান আদালত।

অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৬ লাখ, প্রান্ত স্পেশালাইজড হাসপাতালকে ৬ লাখ, লিবার্টি হাসপাতালকে সাড়ে ৪ লাখ, মৈত্রী হাসপাতালকে সাড়ে ৩ লাখ, রেডিয়াম প্রাইভেট হাসপাতালকে ৩ লাখ, মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল ও ডায়াগোনস্টিক সেন্টারকে ২ লাখ ও মৈত্রী ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এফতেখার উদ্দিন জানান, মেয়াদউর্ত্তীর্ণ ওষুধ, সিরিঞ্জ, ইনজেকশন ও রি-এজেন্টসহ ময়লা পরিবেশের অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানে ঢাকা র‌্যাব কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান, র‌্যাব-১৪ এর সহ অধিনায়ক শিবলি সাদিকসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডায়গনস্টিক সেন্টার ময়মনসিংহ

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর