প্রাথমিকে পেছালো সরস্বতী পূজার ছুটি
২৮ জানুয়ারি ২০২০ ০৯:৫০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১১:২৩
ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ে একদিন পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি নেওয়া হয়েছে সরস্বতী পূজার ছুটি। ছুটির সরকারি তালিকায় বদল এনে গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এই আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
সেখানে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় সরস্বতী পূজার ছুটি ২৯ জানুয়ারি লেখা ছিল। যেহেতু পূজা ৩০ জানুয়ারি তাই ওইদিনই স্কুল বন্ধ থাকবে। ২৯ জানুয়ারি যথারীতি স্কুল চলবে।
এই আদেশ জারির আগের দিনই, সরস্বতী পূজার ছুটি ৩০ জানুয়ারি নির্ধারণ করতে আল্টিমেটাম দেয় বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ।
ছুটি পেছানোর পর পরিষদের নেতারা বলেন, ‘সরস্বতী পূজাটি মূলত শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়। এজন্য যেদিন পূজা সেদিনই স্কুল বন্ধ থাকা উচিত। প্রথমে এই সিদ্ধান্তটি না নেওয়ায় আমরা আশাহত হয়েছিলাম। আমরা একটা বিবৃতিও দিয়েছি। আমাদের বিবৃতির প্রেক্ষিতে ছুটি পেছানো হয়েছে। এটি ভালো সিদ্ধান্ত।’