চুয়াডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বিজিবি
২৮ জানুয়ারি ২০২০ ০৯:৫৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০৯:৫৫
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে অবৈধভাবে ভারত থেকে আনা ১ কেজি ২১০ গ্রাম ওজনের ভারতীয় স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৭ জানুয়ারি) এসব অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজাপুর বিওপির একদল সদস্য গোপনে সংবাদ পেয়ে, ভারত সীমান্তের ৭৩/৩-এস খুঁটি থেকে বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর গ্রামের হালদারপাড়ায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার পর একজন চোরাকারবারীকে ধাওয়া করে। এ সময় সে তার মাথায় থাকা বস্তাটি ফেলে পালিয়ে যায়। ওই বস্তা খোলার পর সেখানে খাকি কাগজে মোড়ানো স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া যায়।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, উদ্ধার করা স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে ৭৮টি আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকা, ৬টি ব্রেসলেট ও ৩টি হার। এই উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা।
উদ্ধার করা স্বর্ণালঙ্কারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।