Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ প্রার্থীদের জন্য ঘরে ঘরে ভোট চাইতে বললেন রাদওয়ান মুজিব


২৮ জানুয়ারি ২০২০ ০৮:৫৬ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০৮:৫৯

ঢাকা: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের সব প্রার্থী ও নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানীর নির্বাচনি প্রচারণা কার্যালয়ে যান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। সেখানেই এই আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, ‘নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে ভোট চাইতে হবে। সৎ, যোগ্য, দক্ষ ও পরীক্ষিত মানুষদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। সততা, দক্ষতা ও যোগ্যতায় অন্য প্রার্থীদের থেকে আমাদের প্রার্থীরা যে এগিয়ে রয়েছে এই কথা সবাইকে জানাতে হবে।’

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান নিজেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন ভোটার।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম রাদওয়ান মুজিব সিদ্দিক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর