পুলিশ ফাঁড়ির সামনে ছুরিকাঘাত, আহত ২
২৮ জানুয়ারি ২০২০ ০৪:০০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০১:০৩
ঢাকা: রাজধানীর রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সামনে ছুরিকাঘাতে মাদকাসক্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
আহতরা হলো দশম শ্রেণীর ছাত্র জয় (১৭) ও মো. রাজিব (২৪)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বন্ধু মাহদি ও রায়হান জানায়, স্থানীয় মাদকাসক্ত বাবু (২২) ও ওয়াহিদ (২৫) রাতে পুলিশ ফাঁড়ির সামনে তাদেরকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে।
কেন তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে তার কোনো কারণ জানাতে পারেনি মাহদি ও রায়হান।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, আহতের জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনেরই পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এর মধ্যে রাজিবের অবস্থা আশঙ্কাজনক।