Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি অস্ত্র প্রদর্শন ও বহনে নিষেধাজ্ঞা


২৭ জানুয়ারি ২০২০ ২১:৫৬

ঢাকা: ৩০ জানুয়ারি সকাল ৬টা থেকে ৩ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত লাইসেন্সধারী সবধরনের অস্ত্র প্রদর্শন ও বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সোমবার (২৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক আদেশে এই সিদ্ধান্ত জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল জলিলের সই করা আদেশে বলা হয়েছে, ‘১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ৩০ জানুয়ারি সকাল ৬টা থেকে ৩ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ কর্তৃক আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’

কেউ এই আদেশ অমান্য করলে দ্যা আর্মস অ্যাক্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অস্ত্র প্রদর্শন নিষেধাজ্ঞা বহন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর