রানওয়ে পেরিয়ে রাজপথে অবতরণ করলো ইরানের বিমান
২৭ জানুয়ারি ২০২০ ২১:০৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ২১:১৪
ইরানে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহী বিমান। বিমানবন্দরের রানওয়েতে নয়, বরং ১৩৬ জন যাত্রী নিয়ে রাজপথে অবতরণ করে ওই বিমানটি। এ ঘটনায় যাত্রীদের বড় ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (২৭ জানুয়ারি) ইরানের দক্ষিণ পশ্চিমের শহর মাহশাহারের এ ঘটনা ঘটে। খবর বিবিসি।
কাসপিয়ান এয়ারলাইন্সের ম্যাকডোনাল্ড ডগলাস এমডি-৮৩ মডেলের একটি বিমান রাজধানী তেহরান থেকে মাহশাহারের উদ্দেশে উড্ডয়ন করে। তবে মাহশাহারের বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বাধে বিপত্তি। অবতরণ করতে গিয়ে বিমানবন্দরের রানওয়ে পেরিয়ে পাশের রাজপথে গিয়ে থামে বিমানটি। রাজপথেই বিমানটি থেকে একে একে অক্ষত অবস্থায় নেমে আসেন যাত্রীরা। তবে এদের মধ্যে দুইজন পায়ে চোট পেয়েছেন বলে জানা গেছে।
ওই বিমানে যাত্রী হিসেবে থাকা এক সাংবাদিক জানান, বিমানটির ল্যান্ডিং গিয়ার ভেঙে গিয়েছিলো। তাই অবতরণে দেরী হয়। আর জরুরী অবতরণ করতে গিয়ে ছিটকে যায় বিমানটি।
ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানের বেসামরিক বিমান সংস্থা।