Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড


২৭ জানুয়ারি ২০২০ ১৮:০৯

রাজশাহী: রাজশাহী মহানগরের মাঝিপাড়ায় স্বপ্না খাতুন বেলী (১০) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এই রায় ঘোষণা করেন। এসময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাফফর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এরা হলেন— সাইদুর রহমান (৪২) ও তার সহযোগী মোহাম্মদ রানা (৩০)। সাইদুর পাকুড়িয়া উত্তরপাড়ার মানু মণ্ডলের ছেলে। রানা একই এলাকার মো. হাসেনের ছেলে।

মোজাফফর হোসেন বলেন, ২০১৩ সালের ২৩ আগস্ট আসামিরা মাঝিপাড়ায় এক শিশুকে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর শ্বাসরোধে হত্যার পর পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে যান। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা সিদ্দিক আলী বাদী হয়ে থানায় মামলা করেছিলেন। রায় ঘোষণার পর আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছেন।

শিশু ধর্ষণ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর