আফগানিস্তানে ৮৩ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
২৭ জানুয়ারি ২০২০ ১৬:৩০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৮:০২
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৮৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গজনি প্রদেশের দে আক জেলায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। ওই প্রদেশের এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি, রয়টার্স।
বিমানটিতে যান্ত্রীক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। বোয়িং-৭৩৭-৪০০ মডেলের এ বিমানটি আফগানিস্তানের আরিয়ানা এয়ারলাইন্সের বলে জানানো হলেও প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
বিমানটিতে ৮৩ জন আরোহী রয়েছেন বলে জানানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।