Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত বছরের শিশু ধর্ষণ: আসামি জুবায়েরের জামিন না মঞ্জুর


২৭ জানুয়ারি ২০২০ ১৬:১১

ঢাকা: রাজধানীর বাসাবোর সবুজবাগ এলাকায় সাত বছরের শিশু ধর্ষণের মামলায় আসামি জুবায়ের আহমেদ তালুকদারের (২৮) জামিন না মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

এর আগে গত ২৫ জানুয়ারি জুবায়ের আহমেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সুবজবাগ থানার এসআই আবু হানিফ। অপরদিকে আসামিপক্ষের অ্যাডভোকেট শামসুজ্জোহা জামিন আবেদন করে শুনানির জন্য সোমবার (২৭ জানুয়ারি) তারিখ রাখার আবেদন করেন। আদালত ওইদিন আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য এ দিন ঠিক করেন। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবী জামিন শুনানি করেননি। এজন্য আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেন।

গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জুবায়ের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকরি এলাকার আকির মিয়া তালুকদারের ছেলে।

র‌্যাব-৩ জানায়, ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় সাবলেটে ভাড়া থাকতো শিশুর পরিবার। গত ১৬ জানুয়ারি সকালের দিকে পাশের রুমে থাকা জুবায়ের শিশুকে ফুসলিয়ে নিজের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ২২ জানুয়ারি রাতে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে মোবাইল ফোনে ট্র্যাকিংয়ের মাধ্যমে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হবিগঞ্জ শহরের রাজনগরে অভিযান চালায়। রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার একটি বাসার ছাদ থেকে জুবায়েরকে আটক করা হয়।

জামিন না মঞ্জুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর