‘সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত ইশরাক’
২৭ জানুয়ারি ২০২০ ১৫:৩৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৭:০৪
ঢাকা: পরাজয়ের ভয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।
সোমবার ( ২৭ জানুয়ারি) দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ের ইসলামী মার্কেটের সামনে নির্বাচনী প্রচারণায় নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তাপস বলেন, নৌকার গণজোয়ার দেখে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশংকায় দিশেহারা হয়ে পড়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আমাদের দেওয়া ঢাকার উন্নয়নের রূপরেখা জনগণ সাদরে গ্রহণ করেছে। তারই ফলশ্রুতিতে এমন গণজোয়ার। আমরা যেখানে যাচ্ছি ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।
এসময় ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে জনমনে শংকা আছে কী না জানতে চাইলে তিনি বলেন, ইভিএম ভোট দেওয়ার আধুনিক পদ্ধতি। ইভিএম নিয়ে ঢাকাবাসীর কোনো শংকা নেই। তারা এটি সাদরে গ্রহণ করেছে।
এদিন পথসভা ও গণসংযোগকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান পলিনের পক্ষে ভোট প্রার্থনা করেন ব্যারিস্টার তাপস।
গণসংযোগে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ স্থানীয় ও নগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্মথকরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার গণসংযোগ শেষে বাসায় ফেরার সময় রাজধানীর গোপীবাগে হামলার শিকার হয় বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের বহর। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসকে দায়ী করেন তিনি। তবে বিএনপি নিজেরাই এমন কর্মকাণ্ড করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বলে দাবি করেন আওয়ামী লীগ প্রার্থী।