রাজধানীতে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার
২৭ জানুয়ারি ২০২০ ১৫:১৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৫:১৬
নারায়ণগঞ্জ: রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ ও মুগদা এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও বিমান টিকেট জব্দ করা হয়। উদ্ধার করা হয় দুই তরুণীকে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র্যাব-১১ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এএসপি আলেপ উদ্দিন। র্যাব-১১ এর একটি দল এ অভিযানটি পরিচালনা করে।
নারী পাচারকারী চক্রের সদস্যরা হল- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার শাহাবুদ্দিন, নোয়াখালীর শ্যামবাগের হৃদয় আহমেদ, চাঁদপুরের হাজীগঞ্জের মামুন, মাদারীপুরের কালকিনি এলাকার স্বপন হোসেন, চট্টগ্রামের মীরসরাইয়ের শিপন, মুন্সীগঞ্জের লৌহজং এলাকার রিজভী হোসেন অপু, পটুয়াখালীর বাউফলের মুসা ওরফে জীবন ও চাঁদপুরের মতলবের শিল্পী আক্তার।
এসময় তাদের কাছ থেকে ৩৯টি পাসপোর্ট, ৬৬টি পাসপোর্টের ফটোকপি, ১৮টি বিমান টিকেটের ফটোকপি, ৩৬টি ভিসার ফটোকপি, ১টি সিপিইউ, ১৯টি মোবাইল জব্দ করা হয়। তাদের হেফাজতে থাকা ২ জন তরুণীকেও এসময় উদ্ধার করা হয়।
এএসপি আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানান সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য তারা।