Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুবেল হত্যা মামলা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল


২৭ জানুয়ারি ২০২০ ১৫:১৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৫:৪১

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার হোটেল শাহকামালে ইলেকট্রিশিয়ান রুবেল হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যূদণ্ড পাওয়া আসামিরা হলো- রুবেল ও রনি বিশ্বাস। এছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি রুমান মারা যাওয়ায় তাকে বিষয়ে কোন আদেশ দেননি আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো: বশির উল্লাহ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।

২০১৪ সালের ২৩ ডিসেম্বর রুবেলকে হত্যা করে লাশ গুমের মামলায় আসামি রুবেল (২৫), রুমান (২৪) ও রনি বিশ্বাস (২৪)কে মৃত্যুদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক।

পরে নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা এবং আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

আসামি রুবেলের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামে। রুমানের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কোদালিয়া উত্তরপাড়ায়। ২০১৮ সালে কনডেম সেলে থাকা অবস্থায় রুমান মারা যান। আর রনির বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউড়ীতে।

মামলার নথী থেকে জানা যায়, ২০১০ সালের ৬ জুন দিবাগত রাতে পুরান ঢাকার হোটেল শাহকামালের নীচতলায় রুবেলকে খুন করে গুম করা হয়।

এ ঘটনায় নিহতের বড়ভাই মরণ মিয়া সুত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামি মৃত্যুদণ্ড হাইকোর্ট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর