বান্দরবানে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ আটক ১
২৭ জানুয়ারি ২০২০ ১৪:৫২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৪:৫৭
বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে মো. জাকির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) ভোরে লামার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এসময় ওই পাড়ার বাসিন্দা মিজানুর রহমান ও সোহাগ আহত হয়েছেন।
নিহত নারীর নাম শাহিনা আক্তার (২৭), তিনি তেলুনিয়া পাড়ার মৃত ইব্রাহিমের মেয়ে।
আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন জানান, স্ত্রী শাহিনা আক্তারের পরকিয়া আছে এমন সন্দেহ থেকে তার সঙ্গে স্বামী জাকিরের ঝগড়া হয়। এক পর্যায়ে জাকির স্ত্রী শাহিনা আক্তারকে ঘরের থাকা দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। স্ত্রীকে সন্দেহের জের ধরে পাশের একটি মুরগির খামারে ঢুকে মিজানুর রহমান ও সোহাগকেও কুপিয়ে আহত করেন জাকির।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মুনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত শাহিনা আক্তারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাকিরকেও আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।