ওয়ারিতে ওয়াসার গাড়ি চাপায় স্কুলছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ
২৭ জানুয়ারি ২০২০ ১৩:৪২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৪:৩৪
ঢাকা: রাজধানীর ওয়ারীর বলধা গার্ডেনের পাশের সড়কে ওয়াসার পানির গাড়ির চাপায় আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ দিকে এই ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেন জানান, আবির ওয়ারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাসা জয়কালী মন্দির এলাকায়। সকালে বলধা গার্ডেনের পাশে ওয়াসার গলিতে একটি পানির গাড়ির চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনায় গাড়িটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
এদিকে আবিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিক্ষোভ শুরু হয়। এখন ওয়ারীতে যাত্রাবাড়ী-বঙ্গভবন সড়ক বন্ধ করে বিক্ষোভ করছে ওয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনার বিচার দাবি করছে তারা।