Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই


২৭ জানুয়ারি ২০২০ ১৩:২৯

গাজীপুর: গাজীপুরে রাসেল চৌকিদার (২৫) নামের এক চালককের হাত বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের মেঘডুবি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল নগরীর হায়দারাবাদ এলাকার মৃত মো. রতন চৌকিদারের ছেলে।

গাজীপুর সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম জানান, ‘ সোমবার ভোর ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাসেল। সাড়ে ৫টার দিকে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে আশপাশে তার অটোরিকশাটি পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, তাকে হত্যা পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

রাসেলের কপালের ডান পাশে ও গলার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এছাড়া হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

অটোরিকশা ছিনতাই চালককে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর