করোনাভাইরাস প্রতিরোধে দর্শনা সীমান্তে স্বাস্থ্যপরীক্ষা
২৭ জানুয়ারি ২০২০ ১২:৪৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৩:৪৫
চুয়াডাঙ্গা: করোনাভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ও আন্তর্জাতিক রেলস্টেশনে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. শাকিল আরসালানকে প্রধান করে গঠন করা ৬ সদস্য বিশিষ্ট একটি দল সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে কাজ শুরু করেছে। এই চেকপোস্ট দিয়ে আসা ও যাওয়া যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন তারা।
দর্শনার এই আন্তর্জাতিক রেলস্টেশন ও চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে দেড় হাজার মানুষ দুই দেশে আসা-যাওয়া করেন। তাই সীমান্ত পেরিয়ে করোনাভাইরাস আক্রান্ত কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সে জন্যই নেওয়া হয়েছে এই সতর্ক ব্যবস্থা।
ডা. শাকিল আরসানাল বলেন, সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এই করোনাভাইরাস। সে কারণে বাংলাদেশ সীমান্তেও সতর্কতা জারি করা হয়েছে। সে কারণে যাত্রীদের দেশে ঢোকার আগে পরীক্ষা করে দেখা হচ্ছে। ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকবে। করোনাভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে।