Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ


২৭ জানুয়ারি ২০২০ ১১:০৮

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ সোমবার (২৭ জানুয়ারি)। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তনের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন।

সমাবর্তনে বক্তব্য দেবেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ৫ হাজার ৬৪৮ জন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মূল সনদ দেওয়া হবে। একই অনুষ্ঠানে ১৪ জন কৃতি শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হবে।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এদিকে কুমিল্লায় রাষ্ট্রপতির প্রথম এ সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

এদিকে সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্মৃতি বিজড়িত এলাকা ঘুরে বেড়াচ্ছেন। সবার চোখেই আনন্দের ঝিলিক। কেউ কেউ আবার বাবা-মাকেও পরিয়ে দিয়েছেন নিজেদের গাউন। এছাড়াও নানাভাবে উদযাপন করছেন তাদের প্রথম সমাবর্তন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তন সমাবর্তন

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর