Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ


২৭ জানুয়ারি ২০২০ ১০:৫১

মোংলা: মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ।

রোববার (২৬ জানুয়ারি) বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোজাম্মেল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন তিনি।

রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ ১৯৬৭ সালে ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং এক্সিকিউটিভ শাখা কমিশন লাভ করেন।

চাকরির জীবনে শেখ আবুল কালাম আজাদ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক, ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফল) ব্যানাকন-৪ এর কন্টিনজেন্ট কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগের সিভিল মিলিটারি রিলেশান ডাইরেক্টটরেট এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ নৌবাহিনীতে পেশাদারিত্ব ও বিশিষ্ট সেবায় স্বীকৃতি হিসেবে তাকে ‘নৌ গৌরব পদক’ এ ভূষিত করা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর