Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ৫টি ক্ষেপণাস্ত্র হামলা


২৭ জানুয়ারি ২০২০ ০৭:০০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১১:২৬

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে। এ ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রোববার (২৭ জানুয়ারি) বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে।

ইরাকের টাইগ্রিস নদীর কাছে পশ্চিমাংশে যেখানে অধিকাংশ বিদেশি দূতাবাস রয়েছে, সেখান থেকেও ক্ষেপণাস্ত্রের আঘাত হানার শব্দ শোনা গেছে। খবর: গালফ নিউজ।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

তবে ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইরাক বাগদাদ মার্কিন দূতাবাস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর