Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপীবাগে সংঘর্ষের ঘটনায় মামলা, বিএনপির ২০০ নেতাকর্মী আসামি


২৭ জানুয়ারি ২০২০ ০৬:০০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১০:৪৮

ঢাকা: রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনি প্রচার চলাকালে দক্ষিণ সিটির নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ারী থানায় মামলা করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে বিএনপির ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে এ মামলা করেছেন।

ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই হারুনুর রশীদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে চলে আধাঘণ্টা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সকালে মতিঝিল থেকে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন জনসংযোগ শুরু করেন। দিলকুশা-ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি আসার পর সেখানে একটি নির্মাণাধীন ভবনের নীচে নৌকার প্রতীক প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থকদের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় গণমাধ্যমকর্মীসহ অন্তত ১০ জন আহত হন।

বিএনপি মামলা সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর