৩০ জানুয়ারি ইভিএমে অনুশীলন ভোট
২৭ জানুয়ারি ২০২০ ০০:১৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ০৯:২১
ঢাকা: আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মক ভোট) অনুষ্ঠিত হবে। এ দিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটাররা স্ব স্ব কেন্দ্রে গিয়ে ইভিএমে অনুশীলনমূলক ভোট দিতে পারবেন।
রোববার (২৬ জানুয়ারি) ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী সকল ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী হবে। ওইদিন ভোটাররা কেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেওয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো এই দুই সিটির সব কেনেদ্র ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০টি বুথ রয়েছে। এ সব ভোট কেন্দ্রে মোট ৩০ লাখ ৯ হাজার ভোটর ভোট দেবেন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথ রয়েছে। এ সব ভোটকেন্দ্রে ২৪ লাখ ৫২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।