গণসংযোগে হামলা: পুলিশ কমিশনার ও রিটার্নিং অফিসারকে ইশরাকের চিঠি
২৬ জানুয়ারি ২০২০ ২৩:১২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ২৩:১৬
ঢাকা: গণসংযোগ শেষে বাসায় ফেরার সময় হামলা এবং একই থানা এলাকায় নৌকার একাধিক নির্বাচনি ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
ইশরাক হোসেনের সই করা এ দুটি চিঠি রোববার (২৬ জানুয়ারি) রাত ৮ টা চল্লিশ মিনিটে পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার দফতরে পৌঁছে দেওয়া হয়।
পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে ইশরাক হোসেন লেখেন, ‘আজ (রোববার, ২৬ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টা ৩০মিনিটে গণসংযোগ শেষে বাসায় ফেরার সময় সেন্ট্রাল উইমেন্স কলেজের নির্মাণাধীন ভবনে স্থাপিত নৌকার মেয়রপ্রার্থী ফজলে নূর তাপস ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রোকন উদ্দীন আহমেদের নির্বাচনি ক্যাম্প থেকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা লাঠি, রড, জিআই পাইপ ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। অপরদিক ভবনের দ্বিতীয় তলায় থাকা তাদের আরেকটি গ্রুপ আমি এবং আমার সঙ্গে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশে বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়তে থাকে।’
চিঠিতে ইশরাক আরও বলেন, ‘এ সময় প্রায় ২০/২৫ রাউন্ড গুলি চালায়। এ ঘটনার ভিডিও ধারণ করার সময় একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত একজন ক্যামেরাম্যান ও একজন রিপোর্টার এবং একটি জাতীয় দৈনিকে কর্মরত একজন সাংবাদিক আহত হন। আমার বেশ কয়েকজন কর্মীসমর্থকও গুরুতর আহত হন।’
বিষয়টি আমলে নিয়ে নৌকার প্রার্থী ফজলে নূর তাপস ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারকে অনুরোধ জানান ইশরাক।
রিটার্নিং কর্মকর্তাকে লেখা পৃথক চিঠিতে ইশরাক বলেন, ‘নৌকার প্রার্থী ফজলে নূর তাপস নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে ঢাকা দক্ষিণ চিঠি করপোরেশনের প্রতিটি থানায় একাধিক ক্যাম্প স্থাপন করেছেন, যা নির্বাচনি আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন।’
বিষয়টি আমলে নিয়ে নৌকার প্রার্থী ফজলে নূর তাপসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
গণসংযোগ চিঠি টপ নিউজ ডিএমপি কমিশনার রিটার্নিং কর্মকর্তা হামলা