Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাউয়াছড়া থেকে চুরি যাওয়া গর্জন কাঠ উদ্ধার


২৬ জানুয়ারি ২০২০ ২৩:০৬

মৌলভীবাজার: লাউয়াছড়ার চাউতলি বিট থেকে চুরি হওয়া ৯৫ ঘনফুট গর্জন গাছের গুড়ি উদ্ধার করেছে বনবিভাগ। মৌলভীবাজার সড়কের সোনালী স’মিলের পাশ থেকে এ গাছগুলো উদ্ধার করা হয়। রোববার (২৬ জানুয়ারি) বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বন বিভাগের ডিএফও সাজ্জাদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাউতলি বিট থেকে গাছ পাচার হচ্ছে। খবর পেয়ে আমাদের লোকজনকে ঘটনাস্থলে পাঠাই, কিন্তু ততক্ষণে পাচারকারীরা গাছ নিয়ে পালিয়ে যায়। পরে এসিএফ জিএম আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বনবিভাগের একটি টিম তাদের পিছু নিয়ে গাছগুলো উদ্ধার করে।’

বিজ্ঞাপন

তবে ফরেস্ট গার্ড আলী আহমেদ অভিযোগ করে জানান, গাছ উদ্ধার করার ঘটনায় ওয়াইল্ড লাইফ ডিভিশনের হেড ক্লার্ক আবু সালেহ তাকে হুমকি দিয়েছেন।

এ বিষয়ে ওয়াইল্ড লাইফ ডিভিশনের হেডক্লার্ক আবু সালেহ বলেন, ‘কাউকে হুমকি দেওয়া হয়নি। গাছগুলো আমি আরেকজনের মাধ্যমে নিলামে কিনেছি।’ তবে কাঠগুলো আইনানুগভাবে আনা হয়নি বলেও স্বীকার করে তিনি।

গর্জন লাউয়াছড়া

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর